১। যে কোন দারাজ ভাউচারের(daraz voucher) অন্যান্য শর্তাবলী (যেমন- মেয়াদ শেষ হওয়ার তারিখ) সেই ভাউচারের সাথে বিস্তারিতভাবে বর্ণিত আছে।
২। যে কোন ভাউচার ব্যবহারের জন্য আপনাকে অবশ্যই নির্দিষ্ট ভাউচারের শর্তাবলীর সাথে সাথে এখানে বর্ণিত শর্তগুলোও মেনে চলতে হবে।
৩। দারাজ ভাউচার ও দারাজ কুপন কোড এর কোনো আর্থিক মূল্য নেই।
৪। কোনো ভাউচার অতিরিক্ত ট্যাক্স, পরিষেবা চার্জ বা গ্র্যাচুয়িটি কভার করে না।
৫। যথাযথ অনুমতি ব্যতীত ভাউচারকে অন্যান্য অফারের সাথে একত্র করে ব্যবহার করা যাবে না।
৬। সকল অফারই প্রাপ্যতা সাপেক্ষে প্রযোজ্য।
৭। কোনো ব্যবহারকারী daraz ভাউচার পুনরায় বিক্রয় করতে পারবেন না, প্রমাণ পাওয়া গেলে সেই ব্যবহারকারীকে প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করা হবে।
৮। আমাদের পক্ষ থেকে অর্ডার বাতিল হলেই শুধুমাত্র মার্কেটিং ভাউচারটি রি-ইস্যু করা হতে পারে।
৯। প্রিপেমেন্ট অর্ডারের ক্ষেত্রে শুধুমাত্র দারাজ মার্কেটিং ভাউচার রি-ইস্যু করা যেতে পারে।
১০। একজন গ্রাহক কেবলমাত্র একটি ভাউচার নিতে পারবেন।
১১। দারাজ কোনও বিজ্ঞপ্তি ছাড়াই যে কোনও সময়ে প্রচারমূলক অফার বাতিল করার অধিকার রাখে।