[View Page in English]

মোবাইলের চার্জার অনলাইনে কিনুন বাংলাদেশে - সেরা দাম ২০২৩

যদি মোবাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সেসরিজের প্রসঙ্গ আসে, সবার আগে মাথায় আসবে মোবাইল চার্জার এর কথা। আসলে মোবাইলের চার্জার ব্যাতিত তো একটা দিনও অতিবাহিত করা সম্ভব নয়। মোবাইলে চার্জ না থাকলে স্বভাবতই পুরো দিনটা নির্বিষ মনে হবে। আবার চার্জারটি যদি মানের দিক দিয়ে পিছিয়ে থাকে, তাহলে সেদিকেও প্রবল বিপত্তি ঘটার আশংকা থাকে। তাই মোবাইলের চার্জ নিয়ে চিন্তা মুক্ত থাকতে চাইলে ভাল চার্জারের বিকল্প নেই কোন অংশেই। ফলে আপনি যদি মোবাইল ফোনের সেরা চার্জার(Charger) কিনতে চান, তাহলে দারাজ বাংলাদেশ হতে পারে আপনার জন্য সর্বোত্তম অপশন। সাশ্রয়ী দামে দারাজ থেকে সহজেই ক্রয় করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী সেরা সব মোবাইল ফোন চার্জার অনলাইনে। বাংলাদেশে ফিচার মোবাইল ফোন, স্মার্টফোন ও ট্যাবলেটের অনলাইন শপিং এখন সম্পন্ন করা সম্ভব অনেক বেশী সহজে। মোবাইল ফোন ব্যাটারি চার্জার ছাড়াও বিভিন্ন চার্জার ক্যাবল বেছে নিতে পারেন দারাজ থেকে।

সেলফোনের চার্জার কিনতে যেসব বিষয়ে খেয়াল রাখা দরকার

বাজারে অনেক ব্র্যান্ডের চার্জার আছে। চার্জিং-এর সময়, চার্জিং-এর প্রক্রিয়া ইত্যাদির উপর নির্ভর করে এসব চার্জারে ভিন্নতা লক্ষ করা যায়। অনেক বেশী অপশনের মধ্য থেকে নিজের সাধের মোবাইলের জন্য সবচেয়ে উপযুক্ত চার্জার খুঁজে বের করা অনেক সময় কষ্টসাধ্য হয়ে পড়ে। এই রকম ঝামেলা এড়াতে অবশ্যই কিছু অতি গুরুত্বপূর্ণ বিষয়ে খেয়াল রাখতে হবে।

মোবাইল চার্জারের সকেটের ধরণ

প্রথমত, চার্জারের সকেটের ধরণ সম্পর্কে জানা প্রয়োজন। বিভিন্ন ফোনের বিভিন্ন রকমের চার্জার পোর্ট আছে। উদাহরণস্বরূপ, অ্যাপল ফোনের বা আইফোন এর চার্জার সকেট কেবলমাত্র আইফোন বা অ্যাপল মোবাইল ফোনের জন্যই প্রযোজ্য। অন্যদিকে, সব অ্যান্ড্রয়েড ডিভাইস বা মোবাইল ফোনের চার্জার সকেট একই ধরনের হয়ে থাকে। আর তাই এন্ড্রয়েড মোবাইল চার্জার উপযোগী সকল চার্জারগুলিও বিভিন্ন ধরণের অ্যান্ড্রয়েড ডিভাইসে অনায়াসেই সাপোর্ট করে।

মোবাইল চার্জার-এর ভোল্টেজ

মোবাইলের চার্জার এর বিষয়ে যেই বিষয়টি খেয়াল না করলেই নয়, সেটা হল মোবাইল চার্জার এর ভোল্টেজ। আপনি আপনার মোবাইলকে উচ্চ মাত্রার ভোল্টেজের কারণে পুড়িয়ে ফেলতে চাইবেন না নিশ্চয়ই। সর্বদা এমন একটি চার্জার সাথে রাখতে হবে, যার ভোল্টেজ গ্রহণযোগ্য সীমার মধ্যে থাকবে। এক্ষেত্রে মোবাইল কেনার সময় নির্দিষ্ট মোবাইল ব্র্যান্ড যে ফোন চার্জার টি অফার করে, সেটার উপর নির্ভরতা আপনার ফোনের জন্য নিরাপদ হিসেবে গণ্য হবে।

আপনি কি ধরণের মোবাইল চার্জার কিনতে চান?

মোবাইল ফোনের চার্জার এর ব্যাপারে আপনাকে যে বিষয় বিবেচনায় আনতে হবে, আপনি কি ধরণের চার্জার কিনতে চান। ফোনের ওয়াল চার্জার সবচেয়ে বেশী এবং বহুলভাবে ব্যবহৃত হয়। এটি অধিকাংশ ফোনের সঙ্গে থাকে। কিন্তু এর জন্য আপনার কাছে থাকতে হবে সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা। গাড়িতে বসে চার্জ দেয়ার জন্য সকেট চার্জার অনেকের কাছেই পছন্দনীয় একটা বিষয়। চলার পথে এই ধরণের চার্জার ব্যবহারের জন্য খুবই উপযুক্ত। যখনই আপনার ফোন চার্জ করতে হবে, তখন কেবল আপনার মোবাইলকে গাড়ীর সকেট চার্জারের মধ্যে ঢোকাতে পারেন। গাড়ীর সকেট এ চার্জিং এর গতি কম হতে পারে কিন্তু গাড়ীর সকেট চার্জার যে খুবই প্রয়োজনীয়, সে বিষয়ে কোন সন্দেহ নেই। দারাজ থেকে সংগ্রহ করতে পারেন অটোমেটিক ব্যাটারি চার্জার খুব সহজে।

পোর্টেবল ইউএসবি চার্জার - মোবাইলের ফাস্ট চার্জার

আরেকটি বড় বিকল্প হতে পারে মোবাইল ফোনের পোর্টেবল চার্জার। বিভিন্ন ক্ষমতার পাওয়ার ব্যাংক সাথে রাখা যেতে পারে। উচ্চ এমএএইচ ক্ষমতার পাওয়ার ব্যাংক থেকে ইউএসবি পোর্ট আছে এমন চার্জার দিয়ে অনেকগুলো মোবাইল চার্জ করানো সম্ভব।

মোবাইল চার্জার সুলভ মূল্যে শপিং করুন দারাজে 

দারাজ বাংলাদেশে আছে আপনার পছন্দের প্রয়োজনীয় সব রকমের মোবাইল ফোনের চার্জার(mobile charger)। দারাজের মোবাইল ফোন চার্জার ক্যাটাগোরি ব্রাউজ করে ঘরে বসে অনলাইনেই কিনে নিন যে কোন দামের মোবাইল চার্জার। দারাজে মোবাইল চার্জার এর দাম(price in bd) উপভোগ করতে পারবেন আপনার ক্রয় ক্ষমতার মধ্যেই। এছাড়া ১২ ভোল্ট ব্যাটারি চার্জার দাম দারাজে উপভোগ করতে পারেন সুলভ পরিসরে। দারাজে অনলাইন শপিং হতে পারে আগের যেকোন সময়ের তুলনায় অধিক সহজসাধ্য ও নিরাপদ। আর তাই অনলাইনে মোবাইল ফোন চার্জার শপিং হবে এখন থেকে প্রাণবন্ত সব সময়ের জন্য।

চার্জার ছাড়াও উপভোগ করতে পারেন সাশ্রয়ী সেলফি স্টিক এর দাম।