[View Page in English]

ট্যাবলেটঃ অনলাইনে সাশ্রয়ী ট্যাবের দাম বাংলাদেশে

আধুনিক বিশ্বে কম্পিউটার, মোবাইল ফোন, ট্যাবলেট, এবং অন্যান্য ডিভাইস ব্যবহার করার হার এখন অন্য যেকোন সময়ের চেয়ে অনেক বেশি। বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে মানুষের পক্ষে এসব ছাড়া এক মূহূর্তও চলা অসম্ভব। প্রযুক্তি মানুষের জীবনকে করেছে সহজ থেকে সহজতর। কম্পিউটার ও ল্যাপটপের পরে ট্যাবলেট ঝড়ের মত জায়গা করে নিয়েছে মানুষের জীবনে। ট্যাবলেট কি বা ট্যাবলেট কাকে বলে তা আমরা সবাই জানি। ট্যাবলেট মূলত কম্পিউটারের মতই কাজ করে কিন্তু ট্যাবলেটের আকার কম্পিউটারের অনেক ছোট, কিন্তু স্মার্টফোনের চেয়ে বড়। ট্যাবলেট মূলত হল শুধু একটা স্ক্রিন যেখানে আপনি ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপের প্রায় সকল কাজ চালিয়ে নিতে পারবেন, আবার একই সাথে মোবাইলের মতো সিম ঢুকিয়েও উপভোগ করতে পারবেন। বর্তমানে অনেক জনপ্রিয় প্রযুক্তি ব্রান্ড সেরা কনফিগারেশনের ট্যাবলেট বাজারে ছেড়েছে। আর যেহেতু পণ্যের বিশাল কালেকশন, হোম ডেলিভারি, উন্নত কাস্টমার কেয়ার, নিরাপদ লেনদেনের মাধ্যমে বাংলাদেশে অনলাইন কেনাকাটা এখন সবচেয়ে জনপ্রিয়, তাই ক্রেতারা খুব সহজেই এখন অনলাইনে দেশের সেরা অনলাইন শপ দারাজ থেকে নিজেদের পছন্দমত সাশ্রয়ী দামে খুঁজে নিতে পারেন যেকোন ব্র্যান্ডের ট্যাবলেট মোবাইল।

ট্যাবঃ অনলাইনে বৈচিত্র্যময় ট্যাবলেট পিসি কালেকশন ২০২২

বাজারে বৈচিত্র্যময় ফিচারসমৃদ্ধ নানা মডেলের ট্যাবলেট আছে। এইচপি ও স্যামসাং এর মতো জনপ্রিয় ইলেক্ট্রনিকস ব্র্যান্ড বিভিন্ন মডেলের ট্যাবলেট বাজারে এনেছে। অন্যান্য দেশের মত বাংলাদেশেও এসব ট্যাবলেট বেশ জনপ্রিয়। আপনি যদি ট্যাবলেট এর দাম সম্পর্কে জানতে চান কিংবা ভালো ট্যাবলেট রিভিউ দেখে কিনতে চান তবে দারাজ বাংলাদেশ হতে পারে আপনার জন্য সেরা একটি গন্তব্য। দারাজ ক্রেতাদের দিচ্ছে সাশ্রয়ী দামে ভালো কনফিগারেশনের ট্যাবলেট কেনার সুবর্ণ সুযোগ। এছাড়া বাংলাদেশী ভোক্তাদের কাছে কম দামে ভালো ট্যাবলেট পৌঁছে দিতে দারাজ প্রায়ই বিভিন্ন রকমের ক্যাম্পেইনের আয়োজন করে থাকে। দারাজ অনলাইনে ট্যাবলেট কিনতে পারেন সারা বাংলাদেশের যেকোন স্থান থেকে। অনলাইন শপিং কে দারাজ করেছে এখন খুবই সহজ এবং গতিশীল।

দারাজের কিছু সেরা ট্যাবলেট ২০২২
অ্যাপল আইপ্যাড | শাওমি ট্যাবলেট | স্যামসাং ট্যাবলেট | আইনল ট্যাবলেট | মাইসেল ট্যাবলেট | সিম্ফোনি(Symphony) ট্যাবলেট | জিনিয়াস ট্যাবলেট | হুয়াই ট্যাবলেট | মাইক্রোম্যাক্স ট্যাবলেট

ট্যাবলেট কেনার আগে যেসব বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন

আপনি যখন ট্যাবলেট কেনার সিদ্ধান্ত নিবেন, তখনই কিছু নির্দিষ্ট বিষয়ের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাকে ট্যাবলেটের বিভিন্ন ফিচার যাচাই করতে হবে। ট্যাবলেটের সকল সুবিধাসমূহ এবং সীমাবদ্ধতার কথা খেয়াল রেখে ট্যাবলেট কিনতে হবে।

নিচের বিষয়গুলোর প্রতি খেয়াল রাখলে আপনিও বেছে নিতে পারবেন বাজেট অনুযায়ী সেরা একটি ট্যাব-

স্ক্রিন সাইজ বা আকার
সবচেয়ে প্রথম ও গুরুত্বপূর্ণ বিষয় যেটা ভাল করে পরীক্ষা করে নেয়া উচিত সেটা ট্যাবলেটের স্ক্রিন সাইজ। কারণ ট্যাবলেটের স্ক্রিন এর সুবিধাজনক সাইজই মূলত আপনাকে দেবে সেরা ট্যাবলেট এক্সপেরিয়েন্স। ক্রেতারা ট্যাবলেট ক্রয়ের সময় নিজেরদের পছন্দমাফিক ছোট, বড় এবং মাঝারি আকারের স্ক্রিন দেখে কিনতে পারেন। কারো পছন্দ মাঝারী ট্যাবলেট এবং কেউ কিনতে চান বড় ট্যাবলেট, আবার কেউ কেউ ছোট স্ক্রিনের ট্যাবলেটেই স্বাচ্ছন্দ্য বোধ করেন বেশি। বাজারে বেশিরভাগ ব্র্যান্ডেরই সকল সাইজ বা আকারের ট্যাবলেট আছে।

দারাজের ট্যাবলেট স্ক্রিন সাইজ বা প্রকার
৮ ইঞ্চির ছোট ট্যাবলেট | ৯ ইঞ্চির বড় ট্যাবলেট | ওয়াই ফাই ট্যাবলেট | আইপ্যাড | থ্রিজি/ফোরজি ট্যাবলেট

ট্যাবলেট ক্যামেরা
যদিও ট্যাবলেট যারা ব্যবহার করেন তারা ক্যামেরার প্রতি খুব একটা গুরুত্ব দেন না। কিন্তু যদি আপনি আপনার ট্যাবলেট দিয়ে সুন্দর ছবি তুলতে চান, তবে কেনার আগে অবশ্যই ট্যাবলেট এর ক্যামেরা দেখে কিনবেন। বাজারে দাম অনুযায়ী বিভিন্ন মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যায়। দারাজের ওয়েবসাইটে আপনি পাবেন ট্যাবলেট এর সকল ফিচার ও কনফিগারেশনসহ বিস্তারিত তথ্য। তাই সহজেই দেখেশুনে ট্যাবলেট কিনতে পারবেন দারাজ থেকে।

ট্যাবলেট অপারেটিং সিস্টেম
যেকোন স্মার্টফোনের মতই ট্যাবলেট অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হয়। এর উপর ট্যাবলেটের হাই স্পিড, অ্যাপের সক্ষমতা নির্ভর করে। তাই ট্যাবলেট কেনার আগে অবশ্যই অপারেটিং সিস্টেম দেখে কিনতে হবে। বিশ্বব্যাপী আইওএস, উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েডসহ বিভিন্ন অপারেটিং সিস্টেম প্রচলিত আছে। একেক ব্র্যান্ড একেক অপারেটিং সিস্টেমের ট্যাবলেট সরবরাহ করে থাকে। যেমন, অ্যাপল ট্যাবলেট চলে আইওএস অপারেটিং সিস্টেম দ্বারা, ওয়াল্টন ট্যাবলট সহ অন্যান্য ট্যাবলেট পরিচালিত হয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর মাধ্যমে। অন্যদিকে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চালিত ট্যাবলেটের সংখ্যাও কম নয়। ক্রেতাদের মধ্যে বর্তমানে অ্যান্ড্রয়েড ট্যাবলেট এর জনপ্রিয়তা বেশি। এছাড়া রয়েছে উচ্চগতির ট্যাবলেট ৪জি- যা আপনাকে দিতে পারে সর্বোচ্চ গতি।

ট্যাবলেট স্টোরেজ সিস্টেম
একদম অন্যান্য ডিভাইসের মতই ট্যাবলেটের আভ্যন্ত্যরীণ স্টোরেজ গিগাবাইট দ্বারা বর্ণনা করা হয়। বাজারে বিভিন্ন গিগাবাইট ধারণ ক্ষমতার ট্যাবলেট পাওয়া যায়। ক্রেতারা বিভিন্ন পরিমাপের (গিগাবাইটের) ট্যাবলেট তাদের চাহিদা বিবেচনা করে কিনতে পারেন। যাদের বেশী ডাটা নিয়ে কাজ করতে হবে, তাদের জন্য উচ্চ মেমরী সম্পন্ন ট্যাবলেট কেনা উত্তম। অন্যদিকে যদি আপনার হার্ড ড্রাইভ তথ্যে পরিপূর্ণ হয়েও যায়, সেক্ষেত্রে আপনি খুব সহজেই এক্সটার্নাল মেমরি কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়িয়ে নিতে পারেন।। তাছাড়া কিছুদিন পর পরই আপনার ট্যাবলেটের ডাটা ব্যাক আপ করে রাখা উত্তম। এতে তথ্য হারানোর ভয় থাকবে না।

ট্যাবলেটের অন্যান্য ফিচার
এছাড়া আরও বেশ কিছু ফিচার আছে যেগুলো ক্রেতারা কেনার আগে ভালো করে দেখে নিতে পারেন। ট্যাবলেট কেনার আগে দেখে নিতে হবে ট্যাবলেটের ওয়াই-ফাই কানেকশন ঠিকমত কাজ করছে কিনা। ব্লু-টুথ ঠিক আছে কিনা, ডিসপ্লে এবং টাচ ঠিক আছে কিনা। এছাড়া অনলাইনে ট্যাবলেট রিভিউ ও দারাজ ওয়েবসাইটের ইউজার রেটিং দেখেও বেছে নিতে পারেন সেরা ট্যাবলেটটি। দারাজ দিচ্ছে সবচেয়ে সেরা দামে উন্নত প্রযুক্তির ভালো মানের ট্যাবলেট ও ট্যাবলেট এক্সেসরিজ -এর নিশ্চয়তা।

অনলাইনে কম দামে সেরা ট্যাবলেট(Tab) কালেকশন ২০২২

বাংলাদেশের বৃহত্তম অনলাই শপ হিসেবে দারাজে রয়েছে অনলাইনে দেশের সবচেয়ে বড় ট্যাবলেট কালেকশন। এখানে ভিজিট করে জানতে পারবেন সস্তা ট্যাবের এর দাম ২০২২ অনুসারে আপডেটেড মূল্যতালিকা। আপনার বাজেট সীমিত হলে দারাজের প্রাইস ফিল্টার ট্যাগ ব্যবহার করে সহজেই খুঁজে পেতে পারেন সাধ্য অনুযায়ী সেরা ট্যাবলেটটি। এছাড়া দারাজে রয়েছে ট্যাবলেটের সেরা ফিচার অনুযায়ী সার্চ করার সুবিধা। অন্যান্য মার্কেট প্লেসের চেয়ে দারাজে ট্যাবের দাম অপেক্ষাকৃত কম। সেই সাথে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার ও ভাউচারের মাধ্যমে স্যামসাং ট্যাবলেট, symphony ট্যাব সহ আরো বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের ট্যাবলেট ও বাচ্চাদের জন্য ট্যাবলেট কেনা যাবে সবচেয়ে কম দামে। ২০২২ সালের লেটেস্ট ট্যাবলেট অনলাইনে সেরা দামে খুঁজে নিয়ে দারাজ থেকে অর্ডার করলেই দেশব্যাপী দ্রুত হোম ডেলিভারির মাধ্যমে পোঁছে যাবে ঢাকা (Dhaka), চট্টগ্রাম (chattagram), সিলেট (Sylhet) সহ যেকোন জায়গায় আপনার ঠিকানায়। ৭ দিনের ইজি রিটার্ন পলিসি, ব্র্যান্ড ওয়ারেন্টি ও নিরাপদ লেনদেনের মাধ্যমে আজই উপভোগ করতে পারেন সেরা দামে বাংলাদেশে অনলাইনে ট্যাবলেট কেনার অনন্য অভিজ্ঞতা।