Registration ID :
304903094
সময়ের সবচেয়ে সেরা মোবাইল সরঞ্জাম হেডফোন অনেক দরকারি এক্সেসরিজ বটে। যারা গান পাগল মানুষ, তাদের জন্য তো ইয়ারফোন ছাড়া একটা দিনও অতিবাহিত করা সম্ভব নয়। আর বর্তমান সময়ে লোকাল মার্কেটের পাশাপাশি অনলাইন মার্কেটপ্লেসেও হেডফোন ও ইয়ারফোন (Headphone & Earphone) এর জনপ্রিয়তা বহুগুণে বাড়া শুরু করেছে। দারাজ বাংলাদেশ থেকে অনলাইনে কিনুন এয়ারফোন এখন সহজেই। বাংলাদেশে অনলাইন শপিং এখন অনেক বেশী প্রাণবন্ত ও সাবলীল শুধুমাত্র দারাজে।
মোবাইলে অসাধারণ সাউন্ড অভিজ্ঞতা পাওয়ার জন্য হেডফোন (Headphone) একটি অতি গুরুত্বপূর্ণ সরঞ্জাম। বর্তমান সময়ে প্রত্যেক মোবাইল ফোন ব্যবহারকারীই তার ডিভাইসের জন্য ভাল হেডফোন প্রত্যাশা করেন।
যান্ত্রিক জীবনে এয়ার ফোন এবং হেডসেট গান শোনা বা কথা বলার জন্য খুবই প্রয়োজনীয় অনুসঙ্গ। এয়ারফোন (Earphone) আকারে ছোট এবং সহজে ব্যবহারকারীরা ব্যবহার করতে পারেন। বিশ্রাম নেয়ার সময়, বাসে ভ্রমণ করার সময় গান বা কবিতা শোনার জন্য এয়ারফোনের কোনো বিকল্প নাই। বিশেষত, স্কাল ক্যান্ডি বা সনির(Sony হেডফোন) মত বিখ্যাত কোম্পানী ভাল হেডফোন তৈরি করে থাকে। এছাড়াও সকল মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানীই তাদের মোবাইল ডিভাইসের জন্য উন্নত প্রযুক্তির এয়ারফোন তৈরি করে থাকে।
এয়ারফোন তারবিহীন অথবা তারযুক্ত দুই ধরণেরই হতে পারে। ক্রেতারা নিজস্ব পছন্দ অনুযায়ী এয়ারফোন নিতে পারেন। যারা সকালে পার্কে ব্যায়াম করতে পছন্দ করেন, তাদের জন্য স্পোর্টস এয়ারফোন ভাল। এগুলো তার বিহীন, আবার অনেকের পছন্দ তারযুক্ত এয়ারফোন।
আপনি যদি সেরা এয়ারফোন বা হেডফোন পেতে চান, তাহলে দারাজ বাংলাদেশ হতে পারে আপনার জন্য সর্বোত্তম অপশন। সাশ্রয়ী দামে দারাজ থেকে অনলাইনে সহজেই ক্রয় করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী সেরা সব এয়ারফোন। যদি কোন হেডফোন ভালো - সে বিষয়ে দ্বিধায় থাকেন, তাহলে দারাজ অনলাইন হেডফোন স্টোর থেকে যেকোন অরিজিনাল হেডফোন সংগ্রহ করতে পারেন বেশ ভাল দামে। আর মানসম্মত ওয়্যারলেস বা ওয়ারলেস হেডফোন (Wireless Headphone) বা ব্লুটুথ হেডফোন (Bluetooth Headphone) পছন্দানুসারে দারাজ থেকে বেছে নেওয়া এখন আরও অনেক সহজ। তাছাড়া ব্লুটুথ হেডফোন ব্যবহারের নিয়ম জেনে মিনি ব্লুটুথ হেডফোন দারাজ থেকে শপিং করতে পারেন নিশ্চিন্তে। জনপ্রিয় ব্র্যান্ডের ইয়ারফোনের ছবি দেখে ভালো মানের ইয়ারফোন এখন দারাজ থেকেই পছন্দ করে নিতে সহজে।
দারাজে বিভিন্ন মোবাইলের এয়ারফোন পাওয়া যায়। সেখান থেকে আপনার পছন্দমতো ইয়ারফোন কিনে মোবাইলে সংযুক্ত করে নিতে পারেন। স্যামসাং হেডফোন, রিম্যাক্স, শাওমি হেডফোন, অ্যাওয়েই, হোকো, জেবিএল, অ্যাটপ, ওয়ান মোর, কিউকেযেড ও সনির মত বড় বড় এয়ারফোন নির্মাতা কোম্পানীর আকর্ষনীয় সব এয়ারফোনের বিপুল কালেকশন আছে দারাজ বাংলাদেশে। আপনি খুব সহজেই ঘুরে আসতে পারেন দারাজের মোবাইল এয়ারফোন ক্যাটাগোরি থেকে। আর খুঁজে নিতে পারেন আপনার পছন্দের মডেলটি।
হেডফোন এর দাম কত? অনলাইনে সবচেয়ে ভাল হেডফোন এর দাম এখন দারাজেই পাওয়া সম্ভব। আর কম দামে ভাল ইয়ারফোন পেতে চাইলে বর্তমানে দারাজের বিকল্প কিছু নেই, অন্যান্য ইয়ারফোন এর দাম এর মত ব্লুটুথ ইয়ারফোন এর দাম দারাজে সুলভ পরিসরেই পাওয়া সম্ভব। এখন দারাজ(daraz.com.bd) এর হেডফোন ক্যাটাগোরি ব্রাউজ করে অনলাইনেই ঘরে বসে কিনতে পারেন দারুণ সব এয়ারফোন। এমনকি জামা, সু, মেয়েদের ঘড়ি, ছেলেদের হাতের ঘড়ি থেকে শুরু করে গ্রোসারি সবই পাওয়া যাচ্ছে দারজ অনলাইন শপে অত্যন্ত সুলভ মূল্যে। অনলাইন শপিং হতে পারে আগের যেকোন সময়ের তুলনায় অধিক সহজসাধ্য ও নিরাপদ শপিং। দারাজে শপিং করে উপভোগ করুন অনলাইন শপিং-এর দুর্দান্ত অভিজ্ঞতা।
আরও দেখতে পারেন,
Registration ID :
304903094